ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:লাঞ্চের আগে মুশফিকুর রহিম (৫২) ফিরে গেলেও রানের চাকা সচল আছে টাইগারদের। উইকেটে হালকা টার্ন আছে। তবে সেটা বিপজ্জনক নয়। সাকিব-মুশফিক প্রথম ঘণ্টা অক্ষত থেকে কাটিয়ে দেন। পানিপানের বিরতি থেকে ফিরেই বিপদ ঘটান মুশফিক।যাওয়ার আগে সাকিবের সঙ্গে জুটিতে একটি রেকর্ড গড়ে গেছেন। এর পর অর্ধশতক পূর্ণ করেন সাকিব আল হাসানও।
নিজেদের শততম ম্যাচের তৃতীয় দিনে আজ শুক্রবার সকালে ব্যাট হাতে নামেন বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মুশফিক অর্ধশতক (৫২) পূর্ণ করার পর লকমালের বলে বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে। এরপর মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে হাল ধরেন সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭। সাকিব অপরাজিত আছেন ৭০ রান নিয়ে। মোসাদ্দেকের সংগ্রহ ৩৯।
এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সৌম্য সরকার। এছাড়া অর্ধশতক করতে ১ রানের আফসোস নিয়েই ফিরেন তামিম। এছাড়া হাফ সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন সাব্বির রহমান (৪২)।
কলম্বোর এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৩৮।