নওগাঁয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত

ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ সংবাদদাতা ঃ “বঙ্গবন্ধুর জন্মদিন, বাংলাদেশের খুশির দিন“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন ও পায়রা উড়ানো, বর্ন্যাঢ্য শোভাযাত্রা ও শিশু সমাবেশের মধ্য দিয়ে নওগাঁয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও 23জাতীয় শিশু দিবস-২০১৭ পালিত হয়েছে। শুক্রবার সকালে জিলা স্কুল মাঠে এ উপলক্ষে ফেষ্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  পুরাতন কালেকটরেট চত্বরে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন ও পায়রা উড়ানো এবং শোভাযাত্রার উদ্ধোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর মালেক এমপি। জেলা প্রশাসন এর আয়োজন করে। পরে সেখােেন এক শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, কবি আতাউল হক সিদ্দিকী, কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজিয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন এবং মওেনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।