সন্ধ্যায় আটক, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ক্রাইমবার্তা রিপোট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম ওরফে কালা জহির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুলের বাড়ি উপজেলার কাইয়ূমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে। তাঁর বাবার নাম নশু মিয়া।

পুলিশের ভাষ্য, জহিরুল ইসলাম ডাকাতি করতেন। তাঁর বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ছয়টি মামলা রয়েছে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ জানান, গতকাল শুক্রবার বিকেলে জহিরুলকে আটক করা হয়। পরে গতকাল দিবাগত রাতে সহযোগীদের ধরার জন্য জহিরকে নিয়ে উপজেলার সৈয়দাবাদ গ্রামের হাজীপুর গ্রামে যায় পুলিশ। এ সময় জহিরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জহিরুল।

ওসি আরো জানান, নিহত জহিরুলের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।