ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:গত ১০ই মার্চ কয়েকটি গানের অনুষ্ঠানে অংশ নিতে ইতালি যান গুণী অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু। এদিকে ৩১ মার্চ তার অভিনীত একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। নাম ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। কদিন আগে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এ ছবিতে নুরু মিয়া চরিত্রে অভিনয় করেছেন বাবু। আর বিউটি ড্রাইভার হয়েছেন ক্যামেলিয়া। আর ছবির টানে এক সপ্তাহ আগেই দেশে ফিরছেন তিনি। উদ্দেশ্য হলো ছবির প্রচারণা। মুঠোফোনে ফজলুর রহমান বাবু বলেন, ইতালির বেশ কিছু জায়গায় শো করেছি। আমার পাশাপাশি এখানে মনির খান, প্রতিক হাসানসহ কয়েকজন শিল্পী রয়েছেন। ইতালির আবহাওয়া বেশ দারুণ। এখানে আরো কিছুদিন থাকার কথা থাকলেও তা হচ্ছে না। কারণ ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ মুক্তি পাবে ৩১শে মার্চ। তার আগে ছবির প্রমোশনের কাজে আমাকে সময় দিতে হবে। এ ছবির কাহিনীতে দেখা যাবে, অলস নুরু মিয়া কাজ না করে বেঁচে থাকার উপায় হিসেবে বেছে নেয় ভিক্ষাবৃত্তি। গ্রামে তার স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও ভিক্ষার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে সে একটি করে বিয়ে করে। এটা তার নেশায় পরিণত হয়। তবে হঠাৎ অসুখে পড়ে দু’পায়ের শক্তি হারায় নুরু মিয়া। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
যাদুকাঠি মিডিয়া পরিবেশিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদ, শাহাদৎ হোসেন, মহসিন, শিমুল খান, শিরিন আলম, আল-আমিন, পলি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন মিজানুর রহমান।