ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ পি,কে,এস,এফ,এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের বাস্তবায়নে আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প(নাক, কান, গলা রোগ বিষয়ক) অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন-আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী এইচ, এম, মামুনুর রশিদ এর তত্বাবধানে আটুলিয়ার বিভিন্ন এলাকার ১৯০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা। চিকিৎসা সেবা প্রদান করেন- নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডাঃ জি, এম, ফারুকুজ্জামান (এমবিবিএস ডিএলও, কনসালটেন্ট-ইএনটি)। সমগ্র অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য সেবীগণ সহায়ক ভূমিকা পালন করেন। রোগীরা এ ধরণের বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় এর ধারা অব্যাহত রাখার আহবান জানান।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …