ক্রাইমবার্তা রিপোট:: সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কুশখালি সীমান্তের একটি জঙ্গলের থেকে ২৪ জনকে আটক করা হয়। তাদের বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির লেবুছড়ি, ফুলতলি ও সালামিপাড়া গ্রামে।
আটককৃতদের মধ্যে মো. নাজির উদ্দিন ও তার স্ত্রী সেতারা বেগম, জয়নাল আবেদিন ও তার স্ত্রী নুরজাহান বেগম, আবদুল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম, মো. নুরুল্লাহ ও তার স্ত্রী নুরজাহান বেগম, মো. নাজির হোসেন, সাঈদুল ইসলাম ও মো. জাহাঙ্গীরের নাম জানা গেছে। তাদের সঙ্গে ১৩ জন শিশুও রয়েছে।
আটকের পর তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন।