তাস খেলা নিয়ে স্কুলছাত্র খুন, ৫ সহপাঠী গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট:তাস খেলার সময় কথাকাটাকাটির জেরে সহপাঠীদের হাতে রাকিবুল হাসান রিয়াদ নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।
24

এ ঘটনায় শুক্রবার সকালে মামলা রুজুর পর অভিযুক্ত ৫ সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বাপ্পী,ফয়সাল, তানিম,রিফাত ও রাহাত।

মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের পেছনে নরসুন্দা নদীপাড়ের নাইটগার্ড শেডে বসে ব্ন্ধুদের সঙ্গে তাস খেলছিল রিয়াদ। এক পর্যায়ে কথাকাটাকাটি থেকে বন্ধুরা তার ওপর চড়াও হয় এবং এক বন্ধু কাঠের লাকড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে পড়ে।

রিয়াদকে আশংকাজনক অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ সেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়া গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে তাকে একইদিন রাত ১০টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।