টি..এম…এস

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? হওয়ারই কথা। মাত্র তিনটি অক্ষর! তবে ‘টি..এম…এস’ এর কাহিনী শোনার পর আরো একবার অবাক হবেন। বলবেন, এমনটাও হতে পারে!

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে

 

এর আগে দুই দলের মধ্যে টস হয়। তার পর দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়। তখন ক্রিকইনফোর ধারাভাষ্যকার মজার এক কাণ্ড করলেন।

বাংলাদেশের স্কোয়াডকে সংক্ষেপে ‘টি..এম…এস’ লিখে দিলেন!

পরে বিস্তারিত জানালেন এভাবে-

টি – তামিম ও তাসকিন
এম – মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, মোস্তাফিজ, মিরাজ ও মোসাদ্দেক
এস – সাকিব, সাব্বির ও সৌম্য

মাত্র তিনটি অক্ষর দিয়েই প্রকাশ হলো বাংলাদেশের স্কোয়াড! কখনো এমন করে হয়ত কেউ ভাবেনইনি।

 

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।