শ্রীলঙ্কাকে ৩২৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। তামিম ইকবালের শতকে ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩২৪ রান করেছে মাশরাফির দল। তামিম ইকবাল ১২৭, সাকিব আল হাসান ৭২ ও সাব্বির রহমান ৫৪ রান করেন।

 

আজ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে মাশরাফি বাহিনী। দাম্বুলায় আজ শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। সুরঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষক দীনেশ চান্দিমালকে ক্যাচ দেন সৌম্য। দলের রান তখন ২৯। ১৩ বলে দুই চারে ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য।

সৌম্য আউট হওয়ার পর শ্রীলঙ্কান বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান তামিম-সাব্বির। প্রথম ২৪ রান করতে ছয়টি চার হাঁকান সাব্বির। তামিমও খেলেন নিজের নামের প্রতি সুনাম রেখে। আক্রমণাত্মক খেলে ৪৮ বলেই অর্ধশতকে পৌঁছান সাব্বির। তবে এরপরই গুনারত্নের বলে থারাঙ্গাকে ক্যাচ দিয়ে ফিরে যান হার্ডহিটার এই ব্যাটসম্যান। ৫৬ বলে ৫৪ রান করেন সাব্বির। তামিম-সাব্বির জুটিতে থেকে আসে ৯৫ রান। পরের ওভারে মুশফিকের উইকেটটি নিয়েছেন লক্ষ্মণ সান্দাকান।

সাব্বির আউট হওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে স্কোরের চাকাটা সচল রাখার কাজ করেন তামিম ইকবাল। চতুর্থ উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন তামিম-সাকিব। দলীয় ২৬৪ রানে আউট হন সাকিব। ৭১ বলে ৭২ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

৪৮তম ওভারের শেষ বলে আউট হন তামিম। ১৪২ বলে ১২৭ রান করেন তিনি। ১৫টি চার ও একটি ছক্কা মারেন তামিম।

শেষ পর্যন্ত মোসাদ্দে হোসেন সৈকত ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে ৩২৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশন শুরু করছে বাংলাদেশ।

ডাম্বুলায় আজ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নেমেছে তিন পেসারের দল নিয়ে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছাড়াও আছেন তরুণ দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওয়ানডেতে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের শততম টেস্টে দারুণ নৈপুণ্য দেখানো মোসাদ্দেক হোসেন সৈকতও জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।