ক্রাইমবার্তা রিপোট: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, এ যাবত নির্বাচন কমিশনের অধীনে যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সব নির্বাচনই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনও এর ব্যতিক্রম নয়।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
নুরুল হুদা বলেন, প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুটো কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। তাই আমরা এখন নির্বাচন ফলাফল ঘোষণার অপেক্ষায় আছি।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …