কলারোয়ায় জঙ্গিবাদ মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা চাই’ নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মকে যারা ব্যবহার করে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি করতে চাই তাদেরকে আওয়ামীলীগ প্রতিহত করবে। আল্লাহকে খুশি রাখার জন্যে আমরা ধর্মকে সঠিক ভাবে পালন করবো। ইসলাম ধর্মের দোহায় দিয়ে কেহ দেশে নাশকতা সৃষ্টি করতে পারবে না। এদেশের উন্নয়নের জন্যে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের ক্ষতি করতে চাই তারা দেশ ও জাতির শত্রু। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 22চারিদিকে উন্নয়নের ছোঁয়া দেখে জামায়াত বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাই। মুক্তিযোদ্ধার চেতনাকে জাগ্রত করতে হলে জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সমাজ থেকে নির্মূল করতে হবে। ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতিয় দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন এসব কথাগুলো বলেন। কলারোয়া বাজার মৎস্য ব্যবসায়ীবৃন্দ ও মিউজিকাল একাডেমির আয়োজনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ দানের মধ্যে দিয়ে কলারোয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এনায়েত খান টুন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি আরাফাত হোসেন আরও বলেন, মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে প্রথমে পরিবার ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। আজকের শিশু আগামি দিনের ভবিষ্যত। এই শিশুরাই আগামি দিনে দেশের সার্বিক উন্ননের নেতৃত্বে দেবে। মেধাশুন্য জাতি কখনো কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারে না। খেলাধুলা ও বিনোদনের মধ্যদিয়ে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সহায়তা করতে হবে। এছাড়া সব ধরনের নাশকতার বিরুদ্ধে জঙ্গিবাদ মুক্ত উপজেলা গড়তে সবাইকে সজাগ থাকার আহবান জানান। বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক অসিত রায় চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্জ্ব শেখ আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার উপ পরিদর্শক ইমদাদ হোসেন, কাউন্সিলর মেজবাহ উদ্দিন লিলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, ডাক্তার ইবায়িস আমান, যুবলীগ নেতা সম গোলাম সরোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, সাবেক যুবলীগ নেতা এসএম জিয়াদ, মাগফুর রহমান, নাছির উদ্দিন রিন্টু, বরুন অধিকারী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা ও ক্রেজ প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সারা রাত ব্যাপী এক মনোঞ্জ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।