কুসিক নির্বাচন জাতীয় নির্বাচনের সতর্কবার্তা : কাদের

ক্রাইমবার্তা রিপোট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থেকে আমরা জাতীয় নির্বাচনের সতর্ক বার্তা পেয়ে গেলাম।10
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভারের কাজ পরিদর্শনকালে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে সংসদ সদস্য বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কুমিল্লার নির্বাচনে দল (আওয়ামী লীগ) হেরেছে, কিন্তু সরকার জিতেছে। আমাদের কিছু অভ্যন্তরীণ দুর্বলতা ছিল। সেই দুর্বলতার সুযোগকে বিএনপি কাজে লাগিয়েছে।’
‘সম্প্রতি দু-তিনটি উপজেলা নির্বাচনেও আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ তারা (বিএনপি) নিয়েছে। একইভাবে কুমিল্লাতেও নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে এ ধরনের সুযোগ কাজে লাগাবার সুযোগ আমরা দিব না।’
সেতুমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় আমরা শোচনীয়ভাবে হারিনি। আমরা নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু করেছি। নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এটা আমাদের মূল টার্গেট ছিল। সেখানে আমরা বিজয়ী হয়েছি। সরকার সহযোগিতা দিলে সিইসি স্বাধীন ভূমিকা পালন করতে পারে এ প্রমাণ নারায়ণগঞ্জের মতো কুমিল্লায়ও হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ১৬৫ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ভুলতা ফ্লাইওভার। আগামী জুন মাসে ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে। এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস এশিয়া মহাসড়কের যানজট নিরসন হবে।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।