হারের পর যা বললেন মাশরাফি

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমটিতে ৬ উইকেটে হেরেছে টাইগাররা। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথমটি হেরে ১-০তে পিছিয়ে গেল বাংলাদেশ।

এদিন বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শুরুতেই তামিমের বিদায়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে দারুণভাবে দলকে খেলায় ফেরান সৌম্য সরকার ও সাব্বির রহমান। তাদের জুটিতে ৫ ওভারেই আসে ৫৭ রান।

এমন শুরুর পর সবাই যখন বড় স্কোরের স্বপ্ন দেখছিল তখনই সব শেষ। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরের ব্যাটসম্যানরা টি২০র যে মেজাজ তা দেখাতে পারেনি। অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত লংকানদের সামনে ১৫৬ রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ।

এই পুঁজি নিয়ে শ্রীলংকার মতো লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে গঠিত দলের সামনে যেভাবে বল করার কথা তা করতে পারেনি বাংলাদেশ। বেশ কিছু ক্যাচও ছাড়তে দেখা গেছে তাসকিনদের।

ম্যাচ শেষে মাশরাফি অবশ্য আরও কিছু রানের জন্য আক্ষেপ করলেন। সেটা ২০/২৫ রান।

মাশরাফি বলেন, শুরুর দিকে আমরা দারুণ ব্যাট করেছি। কিন্তু দ্রুত ৪ উইকেট পড়ে যাওয়ায় আমরা পিছিয়ে পড়ি।

তিনি বলেন, এখানে ১৭৫ বা ১৮০ রান করতে পারলে ভালো হতো। আমাদের আরও কৌশলী হওয়া দরকার ছিল। টেস্ট সিরিজের মতো আবারও আমরা ঘুরে দাঁড়াব।

 

Please follow and like us:

Check Also

২৮শে এপ্রিল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও ক্লাসের পরিকল্পনা

আগামী ২৮শে এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।