ক্রাইমবার্তা রিপোট: জি.এম. মিজানুর রহমান মিজান॥ যশোর জেলার পুলিশ প্রশাসন জঙ্গী ও মাদক বিরোধী অভিযানে সকল এলাকার অসাধু মহলদের বানোয়ান নামের তালিকা প্রদানের কারনে থানা পুলিশ মহা বিপাকে রয়েছে। গ্রাম গঞ্জের নিরীহ সাধারন মানুষ হয়রানির শিকার হচ্ছে প্রতি নিয়ত।
সূত্রে জানা যায় গ্রাম গঞ্জের কিছু অসাধু মহলদের বানোয়াটি তথ্য থানা পুলিশের প্রদার করাতে গ্রামগঞ্জের সাধারণ মানুষ বিপাকে পড়েছে। চরম মানবাধিকার লংঘন হচ্ছে। গত ০৬ এপ্রিল ২০১৭ ইং বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় ন্যাশনাল ক্রাইম জার্নালিস্ট এন্ড অধিকার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালকের কার্য্যালয় যশোর খুলনা মহাসড়ক রূপদিয়া বাজার যশোর এ এক মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি এম মিজানুর রহমান মিজান।
সভাপতি তার বক্তব্যে বলেন অপরাধ মুক্ত সমাজ ও দুর্নীতি মুক্ত দেশ গঠন আমাদের অঙ্গিকার। বর্তমান জঙ্গী ও মাদক বিরোধী অভিযানে থানা পুলিশ মরিয়া হয়ে উঠেছে। এই সুযোগে কিছু অসাধু দালাল চক্র সাধারন মানুষের নামে বিএপি, জামাত ও শিবির বলে নামের তালিকা পুলিশে হাতে দিয়ে সাধারন মানুষকে হয়রানির শিকার করছে। এটা চরম মানবাধিকার লংঘনের সামিল ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …