ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ “আসুন বিষন্নত্া নিয়ে কথা বলি” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ বিভাগের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুক্রবার সকাল ৯ টায় এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা নার্সিং ইন্সটিটিউট হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর ডিসি মঈনুল ইসলাম, সিভিল সার্জন এমওসিএস ডা. আশিকুর রহমান, ডা. আরিফুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অর্থো সার্জারী ডা. শেখ মাকসুদুল আনাম সিদ্দিক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিসি আবু সাইদ, ইসলামী ব্যাংক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. হামিদুল ইসলাম খান, জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদুর রহমান,ওয়াল্ড ভিশন প্রতিনিধি জ্যাকব মন্ডল, জেলা ব্রাক কর্মকর্তা রেজাউল করিম খান। এসময় বক্তারা বলেন স্বাস্থ্য প্রতিটি মানুষের জন্য অপরিহার্য । তাই সুস্থ্য জাতী গঠনে সরকার ব্যাপক কর্মসূচী গ্রহন করেছ। স্বাস্থ্য খাতে প্রতি বছর ব্যাপক হারে বাজেট বৃদ্ধি করছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহীনুর খাতুন।
Check Also
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …