OLYMPUS DIGITAL CAMERA

সাতক্ষীরা মিলবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ সম্পন্ন সভাপতি মো. হাসানুজ্জামান,সম্পাদক জুুলফিকার আলী ভূট্টো

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন ঃ উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা মিলবাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৭ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত শান্তি পূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। ১৮২ জন ভোটারের মধ্যে ১৮১ জন ভোটার উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

OLYMPUS DIGITAL CAMERA

নির্বাচিতরা আগামী তিন বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন। হাসানুজ্জামান- আলম পরিষদের সভাপতি পদে মো. হাসানুজ্জামান ১৮৩ ভোটের মধ্যে ১১১ ভোট পেয়ে জয়লাভ করেন, নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ আজগর আলী পেয়েছেন ৬১ভোট। আজগার -ভূট্টো পরিষদে বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক পদে মো. জুলফিকার আলী ভূট্টো আনারস প্রতিকে ৭৮ ভোট পেয়ে জয় লাভ করে,তার নিকটতম প্রতিদ্বন্দি আলমগীর হোসেন হাতি প্রতিকে ৫৮ ভোট। সহ সভাপিত পদে আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতিকে ৮৯ ভোট ,যুগ্ম সম্পাদক পদে আঃ খালেক মোরগ প্রতিকে ৯৩ ভোট,সাংগঠনিক সম্পাদক পদে হরিণ প্রতিকে শামসুল হক খোকন ৯২ ভোট,কোষাধ্যক্ষ পদে রফিউল্লাহ বদ্দি চাকা প্রতিকে ৮৭ ভোট ,দপ্তর সম্পাদক পদে আফসার উদ্দিন খেজুর গাছ প্রতিকে ১২১ ভোট,প্রচার সম্পাদক পদে শফিকুল ইসলাম টেলিভিশন প্রতিকে ৯৫ ভোট,সদস্য পদে ১ম হাফিজুর রহমান মই প্রতিকে ১১৫ ভোট,২য় মো.ইদ্রিস আলী গোলাপ ফুল প্রতিকে ৯২ ভোট ,৩য় মুন্সি ফয়জুর রহমান চশমা প্রতিকে ৮১ ভোট পেয়ে জয় লাভ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নজরুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার ডা. আবু ছালেক, সহকারী নির্বাচন কমিশনার জাহিদুল বারী, মোবারেক মুন্সি,মিজানুর রহমান,প্রিজাইটিং অফিসার প্রফেসর অনিত কুমার চক্রবর্তী,সহকারী প্রিজাইটিং অফিসার আব্দুল আজিজ।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।