ইবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।17

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন- উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। খেলা কমিটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল মুঈদ।

বাংলাদেশ লাঠিয়াল বাহিনী এ লাঠি খেলা প্রদর্শন করেন । খেলায় বামন্দী লাঠিয়াল বাহিনীর খেলোয়াররা অংশ নেয়। খেলায় গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষক, কমকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী খেলাটি উপভোগ করেন।

বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত ফারিয়া বলেন,‘জীবনে প্রথম লাঠিখেলা দেখে অনেক ভালো লাগল। প্রথম বর্ষে এসেই বৈশাখী মেলার এ ধরনের আয়োজনে আমি মুগ্ধ হয়েছি।’

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।