ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ বিচারক, ৮ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পুলুমুর এবং ওভাসিক জেলার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো তানসেলির গভর্নরের বরাত দিয়ে জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হতে পারে।
তুরস্কের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে তিনজন ক্রু, ৮ পুলিশ কর্মকর্তা, দুজন বিচারক এবং একজন সেনা সার্জেন্ট ছিলেন। উড্ডয়নের ১০ মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। প্রেসটিভি, আল আরাবিয়া।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …