ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ সংবাদদাতা ঃ নওগাঁয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ রাশিদুল হক ও আবু সালেহ মোঃ আশরাফুল আলম, ডিএসবির সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেনস সহকারী পুলিশ সুপার সামিউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মহোদয় সাপাহার থানার অফিসার ইনচার্জ এর নিকট একটি নতুন পিকআপ ভ্যান এর চাবিসহ গাড়ী হস্তান্তর করেন এবং নওগাঁ জেলার মান্দা সার্কেল নবাগত সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব মোঃ হাফিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পুলিশ সুপার, নওগাঁ মহোদয় মার্চ/২০১৭ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মহাদেবপুর থানার মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ গ্রেফতারকারী পতœীতলা থানার এসআই, মোঃ শহিদুল ইসলাম, দক্ষ গ্রেফতারকারী আত্রাই থানার এস,আই মোঃ মহসীন আলী, শ্রেষ্ঠ উদ্ধারকারী মহাদেবপুর থানার মাতাজি ফাঁড়ির এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, দক্ষ উদ্ধারকারী মহাদেবপুর থানার নওহাটা ফাঁড়ির এসআই মোঃ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোঃ তাহাজুল ইসলাম, শ্রেষ্ঠ গ্রেফতারকারী নওগাঁ সদর মডেল থানার এএসআই, মোঃ আনোয়ারুল ইসলাম, শ্রেষ্ঠ উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ মিজানুর রহমান নওগাঁ’দেরকে পুরস্কার প্রদান করেন। এরপর বিদায়ী (পিআরএল) কনস্টেবল/৬৮৭ মোঃ মাহফুজার রহমান এর মাঝে পুলিশ সুপার, নওগাঁ সন্মাননা স্মারকসহ ফুলেল শুভেচ্ছা এবং উপহার সামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত, নওগাঁ সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পুলিশ লাইনস মাঠে এলপি চেকপোষ্টের শুভ উদ্ধোধন করেন।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …