ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন,যৌতুক,মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ সালিশের মাধ্যমে মিমাংসা-একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের ভুমিকা নিয়ে শীর্ষক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় হলরুমে নরুল আমীন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকী এবং মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কালিহাতী উপজেলা নাগরিক উদ্দ্যোগ এরিয়া ম্যানেজার ফজিলা আক্তার লিলি ও সহকারী ম্যানেজার সেলিম ফকির, কালিহাতী উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি হাবিবুর রহমান,উপজেলা নারী নেত্রী নেটওয়ার্কের সাধারন সম্পাদক মিনা খানম, নারী নেত্রী নেটওয়ার্কেও সভা নেত্র সেলিনা আক্তার, পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চন্দ্র,পারখী ইউপি সদস্য আব্দুস সামাদ ও ফজলুল হক,আনছার আলী সিকদার প্রমুখ। আয়োজনে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্ক,নাগরিক অধিকার দল ও পারখী ইউনিয়ন পরিষদ। ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও সালিশী ব্যবস্থা প্রকল্প বাস্তবায়নে নাগরিক উদ্দ্যোগ কাজ করে যাচ্ছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …