ক্রাইমবার্তা রিপোট:গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার সকালে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তৌহিদ মোল্লা (৪০)। তিনি ওই গ্রামের হাসেম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে খালিয়া গ্রামে ঠান্ডা মোল্লা ও জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুপারুল ইসলাম মুন্সির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে তৌহিদ মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উভয়পক্ষের আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।