ক্রাইমবার্তা রিপোট:: ময়মনসিংহের নান্দাইলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা আরোহী স্কুলছাত্রসহ ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে নান্দাইল উপজেলার কানারামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নান্দাইল হাইওয়ে থানার ওসি ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার কাছিনগর ইউনিয়নের বিল ভাজেরা এলাকার সাহাদুল ইসলামের ছেলে রাকিব (১৩) ও একই এলাকার সিএনজি আটোরিকশার চালক শাতিল (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন শাতিল ও তার ভাতিজা শাকিব। এসময় বিপরীত দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহন নামের বাসটির সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ হয়। বাসটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছিলো।
নান্দাইল হাইওয়ে থানার পুলিশ জানায়, বাসটি জব্দ করা হলেও বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে।
Check Also
মেজরিটি–মাইনরিটি মানি না, এ দেশের নাগরিক প্রত্যেকে সমমর্যাদাবান: ডা শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সাফ বলেছি, মেজরিটি-মাইনরিটি মানি না। এ …