ঝিনাইদহের আস্তানা থেকে ১৭ কনটেইনার বিস্ফোরক উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ সাউথ-প নামে চালানো অভিযানে ১৭ কনটেইনার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে অভিযান শুরু হয়। এর পরপরই বাড়ি থেকে এই বিস্ফোরকদ্রব্য ছাড়াও একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহমেদ যুগান্তরকে এসব তথ্য দেন।

তিনি বলেন, ঘটনাস্থলে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বাড়ির ভেতরে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় জেলা প্রশাসক মো. মাহাবুব আলম তালকদার ও পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঠনঠনেপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে গ্রেনেড, সুইসাইড ভেস্ট ও আইইডিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

জঙ্গি আস্তানা ঘিরে শুক্রবার রাত ৮টা থেকে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে। আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেয়া হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার যুগান্তরকে বলেন, এখানে একটি জঙ্গি আস্তানা ছিল। গোপনে তথ্য পেয়ে বেশ কিছুদিন ধরেই আস্তানাটি নিয়ে কাজ করা হচ্ছিল।

তিনি জানান, জেলা পুলিশকে নিয়ে শুক্রবার বিকালে ওই আস্তানা ঘেরাও করা হয়। প্রাথমিক অভিযানে তিনটি সুইসাইড ভেস্ট, বিপুল পরিমাণ আইইডি, একটি প্রেসার কুকার বোমা, একটি নাইন এমএম পিস্তল, ২০ কনটেইনার বিস্ফোরক ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জানান, ঠনঠনেপাড়ার ওই বাড়িটি আবদুল্লাহ নামের ধর্মান্তরিত এক মুসলিম তৈরি করেছেন। তবে বেশ কিছুদিন এলাকায় দেখা যায়নি তাকে।

আবদুল্লাহর বাবার নাম চোতে। মায়ের নাম সন্ধ্যা। তারা পারিবারিকভাবে শামুক থেকে চুন তৈরি করে থাকে।

 

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।