ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির বিপক্ষে অভিযোগের অন্ত নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন তিনি। কখনো মাঠে, আবার কখনো মাঠের বাইরের ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এখন আবার নতুন করে একটি ঘটনার জন্ম দিয়েছেন তিনি, আইপিএলের সঞ্চালিকা অর্চনা বিজয়ের ছেঁড়া জিন্সের দিকে তাকিয়ে থেকে!
অজ্ঞাতপরিচয় একজন ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে কোহলি এক দৃষ্টিতে সঞ্চালিকা অর্চনা বিজয়ের দিকে তাকিয়ে আছেন। যখন তিনি সঞ্চালিকা অর্চনার ছেঁড়া জিন্সের দিকে তাকিয়ে, তখনই আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন!
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোহলির এমন কা-ের পর খুবই বিব্রত হয়ে পড়েছেন সঞ্চালিকা অর্চনা। কারণ তিনি আইপিএলের অন্যতম জনপ্রিয় সঞ্চালিকা। এই ছবিটি নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
শুধু তাই নয়, এর আগেও আইপিএলে এমনই একটি কারণে শিরোনামে এসেছিলেন কোহলি। এমটিভির ভিজে অনুষা দা-েকর কোহলিকে প্রশ্ন করতে দেখা যায়, সে সময় কোহলি প্রকাশ্যেই বলিউড অভিনেত্রী জেনোলিয়া ডিসুজাকে ‘কিউট’ লাগে বলে মন্তব্য করেছিলেন। তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে তখন।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …