ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দলগত খেলা। ব্যক্তিগত পারফরম্যান্স যতই হোক দলগতভাবে ভালো খেলতে পারলে সাফল্য দ্রুত ধরা দেয়। তাই পুরো দল পরিবারের মতো থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া কারও খারাপ সময়ে তার পাশে থাকাকেও গুরুত্বপূর্ণ ভাবেন দেশসেরা এ পেসার।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি বলেন, ‘দলে একসঙ্গে ১৭-১৮ জন থাকবে, তাদের একসঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এক সঙ্গে সবার সাবলীল সময় যাবে না, সবাইকে একসঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের খারাপ সময় যাবে তাদের এক করে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের মতো থাকা- এই দুটা জিনিস হয়তো আমরা করতে পারি।’
১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ। এবার ভালো কিছু করে স্মরণীয় করে রাখতে চান টাইগাররা। তাই সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে শুরু করতে চান অধিনায়ক। একটা সেশন ভালো খেলার পরের সেশন খারাপ করার বুত্ত থেকে বেরিয়ে আসতে চান তিনি।
‘এত বড় সফর, আমরা এই প্রথম করছি না। একটা ভয় থাকে, সফরের শেষ দিকে আমরা ফেটিগ হয়ে যাই। আগের ইতিহাস বলে, শেষের দিকে এমন হয়েছে, একটা সেশন খুব ভালো খেলে পরের সেশনটা খুব খারাপ হয়েছে। এমন কিছু ইতিহাস আছে অবশ্যই। আমার মনে হয়, শুরুর জয়গুলো এই ক্লান্তির ব্যাপারটা দূর করতে পারে। যেটা আয়ারল্যান্ডে হতে পারে। জয়ের ভেতরে থাকলে অনুভূতিটা খুব ভালো থাকে।’
Check Also
আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …