ক্রাইমবার্তা রিপোট:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক (আফগানিস্তান) ওয়েন জেনকিন্স। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চেয়ারপারসনের গুলশানে রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন। এছাড়াও ওয়েন জেনকিন্সের সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …