Share
ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর গুলশানের ৮৬ নম্বর সড়কের উত্তর প্রান্তে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ করেছে। মঙ্গলবার (২ মে) রাত ১০টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজের বাসভবন থেকে কার্যালয়ের দিকে আসার সময় এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরিত হওয়া স্থানের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি তার কার্যালয়।
ঘটনাস্থলে থাকা রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।
এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশে ককটেল বিস্ফোরণের কোনও ঘটনা ঘটেনি।’
এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করলেও অপরিচিত কারও সঙ্গে কথা বলবেন না বলে জানানো হয়। তবে একই থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের ঘটনার কথা জেনেছি। তবে এটা সঠিক কিনা তা দেখতে টিম নিয়ে যাচ্ছি।’