ক্রাইমবার্তা রিপোট:চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বক্তৃতা দেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
সভার শুরুতে স্লোগান ও পাল্টা স্লোগান দিয়ে চরম হট্টগোলে লিপ্ত হয় কর্মীরা। এ সময় চেয়ার ছুড়ে মারার ঘটনাও ঘটে।
সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া অতি শিগগিরই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবেন। সেই রূপরেখার পক্ষে আন্দোলনের আহ্বান জানাবেন। সে আন্দোলনে আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে শরিক হতে পারেন তার প্রস্তুতি হিসেবে আজকের এই কর্মিসভা।’
এ সময় খন্দকার মোশাররফ হোসেন দেশের অবস্থা এখন ভালো নয় মন্তব্য করে বলেন, ‘আওয়ামী লীগ দেশকে অন্যের হাতে তুলে দিচ্ছে।’ নির্বাচনকালীন সরকারের দাবিতে নেতাকর্মীদের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ারও আহ্বান জানান ড. মোশাররফ।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছিরউদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এস এম ফজলুল হক।