পুলিশ নিয়ে যাওয়ার পরই ‘নিখোঁজ’ আফতাব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০১৭,
অ-অ+
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লুচিয়া গ্রাম থেকে মো. আফতাব নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এরপর থানা হাজতে একবার দেখার পর রাতে খাবার দিতে গিয়ে তাকে আর পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।
গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ পরিচয়ে স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন আফতাবের স্ত্রী রুবিনা খাতুন।
তবে আফতাব নামে পুলিশ কাউকে আটক করেনি বলে জানান কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।
নিখোঁজ আফতাবের রাহুল (১০) ও সোনিয়া (২৩) নামে দুটি সন্তান আছে।
আফতাবের স্ত্রী রুবিনা খাতুন বলেন, ‘এএসআই তারিকুল ইসলামসহ দু’জন পুলিশ বাড়িতে এসে আমার স্বামীকে থানায় নিয়ে যায়। এর পরপরই আমরাও থানায় গিয়ে তাকে থানা হাজতে দেখতে পাই।’
তিনি বলেন, ‘পরে ওইদিন রাতে খাবার দিতে গেলে কর্তব্যরত এক পুলিশ জানান- আমরা তোমার স্বামীকে থানায় আনি নাই। তোমার স্বামীকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’
তবে ঝিনাইদহ ডিবি পুলিশ কার্যালয়ে খোঁজ নিলে আফতাব নামে কাউকে তারা আটক করেনি বলে জানায়।
আফতাবের নামে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন। আর একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এএসআই তারিকুল ইসলাম  বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ওসি স্যারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’
Please follow and like us:

Check Also

বাংলাদেশ ব্যাংকের কাছে বেনজীর আহমেদের সম্পদের তথ্য চাইল দুদক

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।