ক্রাইমবার্তা রিপোট:কালিগঞ্জ থানা পুলিশের কাছে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছে। তাঁরা ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের জব্বার গাজীর ছেলে সালাম গাজী (৩০) ও একই গ্রামের নুর উদ্দীন গাজীর ছেলে আকবর আলী গাজী (২৮)।
থানা সূত্রে জানা যায়, সালাম গাজী ও আকবর আলী গাজী প্রায় ৩ বছর যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তারা পার্শ্ববর্তি ভারত থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক এনে এলাকার যুব সমাজকে ধ্বংশ করত। সম্প্রতি কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ লষ্কর জায়াদুল হকের নেতৃত্বে থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সাড়াষি অভিযান শুরু করেছে। থানা পুলিশের এই অভিযানের ফলে তারা ভয়ে আগেভাগেই থানায় এসে আত্মসমর্পন করেছে। রোববার বেলা ১২টার দিকে উক্ত দুই মাদক ব্যবসায়ী স্বশরীরে থানায় এসে হাজির হয়। তাদের নামে ইতিপূর্বে মাদকের মামলাও রয়েছে বলে জানা গেছে। আত্মসমর্পনের সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন এসআই হেকমত আলী, এসআই ইমদাদ, এসআই নিয়াজ, এ.এসআই বাবুল ও আনিছ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাংবাদিক আনোয়ার হোসেন, হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ও সংগীত শিক্ষক সোহরাব হোসেন সবুজ, মোখলেছুর রহমান মুকুল প্রমূখ। অবশেষে তাদেরকে সকলের সামনে হলফ ও দোয়া-কালাম পড়িয়ে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দিয়ে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়।