ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:দ্রুততম অর্ধশতকের আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন কলকাতা নাইড রাইডার্সের সুনীল নারিন।
রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের বিপক্ষে ১৫ বলেই ফিফটি তুলে নেন এই স্পিনার।
ইনিংস সূচনা করতে নেমে মাত্র ৫টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত তিনি আউট হন ১৭ বলে ৫৪ রান করে।
আইপিএলের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। তবে টি-২০’র ইতিহাসে মাত্র ১২ বলে ফিফটির রেকর্ড আছে।
আইপিএলে নারিন ছাড়াও দ্রুততম অর্ধশতকের মালিকের তালিকায় রয়েছেন তারই সতীর্থ ইউসুফ পাঠান। তিনি ২০১৪ সালের আইপিএলে হায়দারাবাদের বিরুদ্ধে ১৫ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
এছাড়া ২০১৪ সালে সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ২৭ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে ১৬ বলে অর্ধশতকে পৌঁছেছিলেন।
দ্রুততম অর্ধশতকের চার নম্বরে রয়েছেন ক্যারিবীয় দানব ক্রিস গেইল। তিনি বেঙ্গালুরুর হয়ে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭ বলে ৫০ রান করেছিলেন। শুধু তাই নয় তার অর্ধশতকটিকে পরে শতকে পরিণত করেছিলেন গেইল। ১৭ বলে ৫০ থেকে পরের ৫০ রান করেছিলেন ১৩ বলে। আর ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
অ্যাডাম গিলক্রিস্ট ডেকান চার্জার্সের পক্ষে আইপিএলের দ্বিতীয় আসরেই দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে তিনি ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।
দিল্লির ক্রিস মরিসও ১৭ বলে হাফ সেঞ্চুরির করেছিলেন। গত আসরে গুজরাটের বিরুদ্ধে এই ইনিংস খেলেন তিনি।
এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ডও কলকাতার বিরুদ্ধে ১৭ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি করেছিলেন। ২০১৬ সালের আইপিএলে ১৭৬ রানের লক্ষ্যে নেমে ৪২ বলে ৬৯ রান করেছিলেন তিনি।