সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ময়নুল হকের ছোট ছেলে রেজা আশিক মাসুদ(৩২) মঙ্গলবার রাতে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে পিতা-মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাযা গতকাল বুধবার সকাল ১০টায় কলারোয়া কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সুত্রে জানা যায়,মঙ্গলবার সকালে রেজা আশিক মাসুদ বুকের ভেতর ব্যাথা অনুভব করনে। পরে স্থানীয় চিকিৎসার পর সন্ধায় সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যাংকার, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষাবিদ, সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ অধ্যাপক ময়নুল হকের বাসভবনে গিয়ে সমবেদনা জানান। মরহুমার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাতক্ষীরা জামায়াতের শোক
সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ময়নুল হকের ছোট ছেলে রেজা আশিক মাসুদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস রবিউল বাশারও সেক্রেটারী নুরুল হুদা ।
এক যৌথশোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । গতকাল বুধবার এক শোক বার্তায় জেলা আমী ও সেক্রেটারী বলেন- অধ্যাপক ময়নুল হকের ছোট ছেলে রেজা আশিক মাসুদের মৃত্যতে আমরা মর্মহত। গোটা সাতক্ষীরা ব্যথিত। সন্তান হারানো বেদনা অত্যন্ত কষ্টের । তাই আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন ও তার পরিবারবর্গকে ধৈর্য ধরার তাওফিক দেন। আমীন।
এছাড়া গভীর শোক প্রকাশ করেছেন, সাতক্ষীরা জেলা জামায়াত,কলারোয়া উপজেলা জামায়াত, সাতক্ষীরা শহর ও সদর জামায়াত ।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …