ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মাসতাং জেলায় বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। শুক্রবার জুম্মা নামাজের কিছুক্ষণ পর স্থানীয় একটি সভাস্থলের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারি এই ঘটনায় আহত হয়েছেন। হায়দারি সভাস্থল ত্যাগ করার সময়ই বিস্ফোরণের ঘটে। সিনেট ডিরেক্টর কর্মকর্তা ইফতেখার মুগল বোমা হামলায় নিহত হয়েছেন।
ডন নিউজ জানায়, বোমা হামলা আত্মঘাতী নাকি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ বলছে, এটি আত্মঘাতী হামলা হতে পারে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, মধ্যাহ্নভোজে অংশ নিতে অতিথিরা সভাস্থল ত্যাগ করছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ‘বিস্ফোরণের পর গুলি চালানো হয়। যখন ধোঁয়া পরিষ্কার হয় আমরা শুধু লাশ পড়ে থাকতে দেখি।’ আহতদের কোয়েটার একটি হাসপাতাল পাঠানো হয়েছে। সূত্র: ডন।
Check Also
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর
সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …