ক্রাইমবার্তা রিপোট:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশ বিদেশের বিশেষজ্ঞরা যেখানে বাববার স্পষ্ট করে বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনকে বিনাশ করবে, দেশকে বিপন্ন করবে। তারপরও সরকার জেদ করে কতিপয় গোষ্ঠীর লোভ ও মুনাফার স্বার্থে এই প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে।
অধ্যাপক আনু মুহাম্মদ (ফাইল ফটো)
জাতীয় প্রেস ক্লাবের সামনে নগর সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আজ শনিবার তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকার তার ওপর আস্থা রাখতে বলেন কিন্তু তিনি বিশেষজ্ঞদের মত, জনমত অস্বীকার করেন। যে সরকার কাঠ কয়লা ও খনিজকয়লার পার্থক্য জানেন না, যারা বন ও গাছের পার্থক্য জানেন না তার ওপর কিভাবে আস্থা রাখা যায়?
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব চুক্তির কারণে বিশ্বঐতিহ্য তালিকা থেকে সুন্দরবন বাদ হওয়ার মুখে। তার আগেই রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশ থেকে অন্যান্য নেতৃবৃন্দ ইউনেস্কোর সামনের অধিবেশনে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত যাতে না নিতে পারে সেজন্য অবিলম্বে রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধের দাবি জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, আকবর খান ও খান আসাদুজ্জামান মাসুম।
সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, জোনায়েদ সাকি, মানস নন্দী, প্রকৌশলী কল্লোল মোস্তফা, মনির উদ্দীন পাপ্পু, অনুপ কুণ্ড প্রমুখ নেতৃবৃন্দ।