চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ন্যাপ ডিজি নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ন্যাপ ডিজি নিহত 

১৩ মে ২০১৭ – ১২:২০ ১৩ মে ২০১৭ :

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ন্যাপ ডিজি নিহত 

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন শিক্ষা-কর্মকর্তা নিহত এবং আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষাকর্মকর্তা ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (ন্যাপ)’র মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) বলে জানা গেছে।

ন্যাপের পরিচালক মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সরকারি কাজের অংশ হিসেবে খাগড়াছড়ি পিটিআই পরিদর্শন করতে যাচ্ছিলেন।

বিগত দুই বছর যাবত নেপে কর্মরত ছিলেন ফজলুর রহমান। তিনি ময়মনসিংহের কালিবাড়ী রোডে জন্মগ্রহণ করেন।

ন্যাপের ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২(স্পেশাল) ব্যাচের একজন সদস্য। সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী -এর মহাপরিচালক পদে যোগদান করেন।

তাছাড়া তিনি উপজেলা ম্যাজিষ্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করেন।-

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।