সাতক্ষীরা জেলা কমিটির প্রাক বাজেট আলোচনা সভা

ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। নাগরিক প্রদত্ত করের বিপরীতে সেবা নিশ্চিতকরণ হোক আসন্ন বাস্তবায়নযোগ্য বাজেটের মূলকথা এই দাবিকে সামনে রেখে   সুশাসনের জন্য প্রচারাভিযান -সুপ্র সাতক্ষীরা জেলা কমিটির প্রাক বাজেট আলোচনা সভা ২০১৭-১৮ অনুষ্ঠিত হয়েছে। 16

রবিবার বিকাল সাড়ে  ৪ টায় স্বদেশ সাতক্ষীরা কার্যালয়ে স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এবং  চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নানের সভাপতিত্বে বক্তারা আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়েছেন উপকুলীয় অঞ্চলে বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করা, জেলার জলাবদ্ধতা দুরীকরনে দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থাপার উন্নয়ন ঘটানো ও সকল ছোট-বড় নদী-খালের আশু সংস্কার নিশ্চিত করা, সাতক্ষীরা জেলার সকল স্মৃতিবিজড়িত স্থান ও স্থাপনাসমূহ সংরক্ষণ করতে হবে, নারী উদ্যোক্তা তৈরির জন্য সহট শর্তে ঝৃন প্রদানের ব্যবস্থা করা, প্রতিটি মন্ত্রণালয়/বিভাগের বাজেট এবং উপকারভোগীদের তথ্য জেন্ডার ভিত্তিক পৃথক করা, কৃষকের পণ্যে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি ভাবে পণ্য ক্রয়, তৃণমূলে কৃষি বিপনন ব্যবস্থা এবং পর্যাপ্ত হিমাগার গড়ে তুলতে হবে, জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাতকে বিবেচনায় রেখে কৃষকদের জন্য শস্য বীমা চালু ও সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা চালু করতে হবে, খাসজমি অধিগ্রহণ করে প্রান্তিক কৃষকের মধ্যে বন্ঠন করতে হবে, কৃষিতে নারী শ্রমিকের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি, সমমজুরির জন্য সুনির্দিষ্ট আইন ও বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করতে হবে, ভর্তুকি বৃদ্ধিসহ তৃনমুল কৃষকের চাহিদা ও দাবি বিশ্লেষণপূর্বক অংশগ্রহণমূলক কৃষি বাজেট প্রনয়ণ করতে হবে, স্বাস্থ্য খাতের বানিজ্যিকিকরণ বন্ধ করতে হবে! জেলায় ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জামাদির ব্যাপক ঘাটতি রয়েছে, অবিলম্বে ডাক্তারের শুন্যপদ পুরনসহ চিকিৎসা সরঞ্জামাদি নিশ্চিত করতে হবে, জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে কমপক্ষে জিডিপির ৩ শতাংশ অথবা মোট বাজেটের ১০ শতাংশ বরাদ্দ দেয়ার পাশাপাশি বাজেটের সুষম বন্ঠন এবং বাজেট ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, শিক্ষা বাজেট থেকে সামরিক শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি ও ধর্মীয় শিকার জন্য বাজেট পৃথক করতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১:৩০ নিশ্চিত করতে হবে, প্রত্যক্ষ কর নির্ভর বাজেট প্রনয়ে করতে হবে, করের বিপরীত নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে, নিত্যপ্রয়োজনীয় সেবা ও দ্রব্যের উপর মুসক বা ভ্যাট প্রত্যাহার করতে হবে, জনবান্ধব করনীতি ব্যবস্থা চালু, কর প্রদান ব্যবস্থা সহজীকরন ও কর আহরণে অনলাইন ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থানীয়ভাবে অর্জিত খাজনা / করের একটি অংশ সরাসরি স্থানীয় উন্নয়নে বরাদ্দ রাখতে হবে, সরাসরি জনগণের ভোটে নির্বাচনসহ জেলা পরিষদকে কার্যকর ও তাদের মাধ্যমে জেলা বাজেট প্রনয়ণ এবং ব্যস্তবায়ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা  মহিলা কলেজের  সাবেক অধ্যক্ষ  মো: আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা বাকশিসের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, বাংলাদেশ. মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না  দত্ত,  বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক মোঃ আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, স্বদেশ এর প্রোগ্রাম অফিসার অলোক পাল ও আজাহার হোসেন প্রমুখ।

 

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।