দেশকে আত্মনির্ভরশীল করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ক্রাইমবার্তা রিপোট:সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেয়া হচ্ছে। দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে বলে বলেন, করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় বক্তব্য রাখেন তিনি।
আওয়ামী লীগ সরকার যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে সবার প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।11
২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত আছেন।
বৈঠকে আলোচনা ও প্রকল্প অনুমোদন নিয়ে দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

Please follow and like us:

Check Also

আগামী বছর এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।