ক্রাইমবার্তা রিপোট:: গোপন সংবাদের ভিত্তিতে গোপনাঙ্গের মধ্যে ছোট বোতল ভর্তি ইয়াবাসহ মাদক স¤্রাজ্ঞী পুতুল বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা আড়াইটার দিকে জেলার গৌরনদী উপজেলার বাকাই বাজারে।
গ্রেফতারকৃত মাদক স¤্রাজ্ঞী পুতুল বেগম (৩৫) বাকাই গ্রামের মামুন সরদারের স্ত্রী। তার গ্রেফতারের খবরে পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে বাকাই বাজারে অভিযান চালিয়ে একটি খাবার হোটেল থেকে পুতুলকে গ্রেফতার করা হয়। এসময় নারী পুলিশ সদস্যরা পুতুলের শরীরের বিভিন্নস্থান তল্লাশী চালিয়ে গোপনাঙ্গে লুকিয়ে রাখা ছোট বোতল ভর্তি ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সগীর হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রই আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত পুতুল বেগম পুলিশের তালিকাভূক্ত মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য আমদানি করে এলাকায় পাইকারী বিক্রি করে আসছিলো।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …