নেতাকর্মীদের মুক্তি কামনা কাল মসজিদে দোয়ার আহবান জামায়াতের

ক্রাইমবার্তা রিপোট:বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা ও বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কারাবন্দী জামায়াত নেতাকর্মীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে মহান প্রভু আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির মকবুল আহমাদ।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

 

কাতারে দুর্ঘটনায় উদ্বেগ
কাতারের রাজধানী দোহায় ক্রেন দুর্ঘটনায় সাতজন বাংলাদেশী নাগরিক আহত হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের যেসব লোক কাতারে কর্মরত আছেন তারা সে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছেন। তারা পরিশ্রম করে উপার্জিত টাকা বাংলাদেশে পাঠিয়ে পরিবার-পরিজনদের ভরণপোষণ করছেন এবং বাংলাদেশের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছেন। তারা বিদেশে বাংলাদেশের সুনাম-সুখ্যাতি ও মর্যাদা বৃদ্ধি করছেন।

তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।