ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরছে বাংলাদেশ। ১৫ বল বাকি থাকতেই বাংলাদেশের করা ২৫৭ রান টপকে গেছে কিউইরা।
শুরুতে চমৎকার উদ্বোধনী জুটি পাওয়ার পরও বড় স্কোর গড়তে না পারার খেসারত দিতে হলো ম্যাচ হেরে। তামিম-ইকবাল ও সৌম্য সরকারের ৭২ রানের উদ্বোধনী জুটিতে বড় স্কোরের সম্ভাবনা সৃষ্টি হলেও তা সম্ভব হয়নি। ফলে ৯ উইকেটে ২৫৭ রানের বেশি তুলতে পারেনি মাশরাফির দল।
জবাব দিতে নেমে শুরু থেকেই গোছানো ক্রিকেট গেলে কিউইরা। ১৪৭ রানে চা উইকেট হারালেও পঞ্চম উইকেটে নেইল ব্রুম ও জেমস নিশানর ৮০ রানের জুটিতে ম্যাচ বগলদাবা করে টম লাথামের দল।
তবে এই ম্যাচে বাংলাদেশর অর্জন ছিলো পেসার মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের ছন্দে ফেরা। মোস্তাফিজ ৯ ওভারে ৩৩ রান দিয়ে ২টি ও রুবেল ১০ ওভারে ৫৩ রানে ২টি উইকেটে নিয়েছেন। রানে ফিরেছেন সৌম্য সরকার ও মাহমুদুল্লা রিয়াদ। দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরি। তবে ব্যাটে বলে ব্যর্থ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ৬ রান করে আউট হয়েছেন, বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে উইকেট শূন্য।
স্কোর:
বাংলাদেশ ২৫৭/৯(৫০)
সৌম্য ৬১, মুশফিক ৫৫, রিয়াদ ৫১, মোসাদ্দেক ৪১
নিউজিল্যান্ড ২৫৮/৬(৪৭.৩), লাথাম ৫৪, নিশাম ৫২, ব্রুম ৪৮