ক্রাইমবার্তা রিপোট:দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা কলেজ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও দেবহাটা কলেজের সভাপতি আনারুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, দেবহাটা কলেজ অধ্যক্ষ একেএম আনিসুজ্জামান, সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী, নাজিমউদ্দীন, দেবহাটা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় নওয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সখিপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পারুলিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কুলিয়ায়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও দেবহাটা সদর ইউনিয়ন ডিজিটার সেন্টারের উদ্যোক্তাগন ইন্টারনেট সপ্তাহের বিষয়বস্তু নিয়ে মেলায় স্টল প্রদর্শনী করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ। সমাপনি অনুষ্ঠানে ইন্টারনেট বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিররনীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
দেবহাটায় নবাগত ওসি কাজী কামালের যোগদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানায় নবাগত ওসি কাজী কামাল যোগদান করেছেন। বুধবার রাতে তিনি দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি ইতোপূর্বে মুজিবনগর থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। নড়াইল জেলার লোহগড়া উপজেলায় জন্ম গ্রহন করেন। নড়াইল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে ঢাকায় উচ্চ শিক্ষা লাভ শেষে নিজেকে বাংলাদেশ পুলিশে নিয়োজিত করেন।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …