ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: নিজের পছন্দ সাধারণ পুরুষকে বিয়ের জন্য জাপানের রাজকুমারী উপাধি হারাতে হচ্ছে প্রিন্সেস ম্যাকোকে। ২৫ বছর বয়সী ওই রাজকুমারী জাপানের স¤্রাট আকিহিতোর জ্যৈষ্ঠ নাতনী। জাপানের আইন অনুযায়ি, রাজপরিবারের কেউ সাধারণ কাউকে বিয়ে করলে তাকে রাজ পরিবারের উপাধিও ত্যাগ করতে হয়।
জাপান রাজপরিবারের কর্মকর্তারা সিএনএনকে জানায়,রাজকুমারী বিয়ের পরিকল্পনা করছেন এবং এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবে রাজ পরিবার। গত দুই দশক ধরে চলে আসা এই নিয়মের পরিবর্তন করেননি জাপানের সাবেক স¤্রাটরা। বর্তমান জাপানের আইন এটির অনুমোদন দেয়না। তারপরও উত্তরাধিকার হিসেবে এটি চলে আসছে জাপানে।
বর্তমান স¤্রাট আকিহিতো এই আইনের পক্ষে নয় । গত আগস্টে তিনি বলেন,আমি এটার বিরুদ্ধে কাজ করতে চাই কিন্তু আমার বার্ধক্য এ ক্ষেত্রে বড় বাধা।
মন্ত্রিপরিষদ সচিব ইউশিডা সোগা রয়টার্সকে বলেন,রাজকীয় উত্তরাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে পারিনা।
রাজকুমারী টোকিওর আন্তর্জাতিক খ্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আইন কর্মী কেই কুমোরের সঙ্গে দেখা হয়। এর পর থেকেই তারা বিয়ের চিন্তা করেন। বিবিসি
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …