ইবিতে বিতর্ক উৎসব

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ৪র্থ খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের সভাপতি এ কে এম সোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, চ্যানেল আই’র ডেপুটি জেনারেল ম্যানেজার অভিনেতা শহিদুল আলম সাচ্চু, বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের পরিচালক ও ৪র্থ খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব কমিটির আহবায়ক ড. আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম রেজা ও ইকো ফুডের জিএম কাজী রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান।
বিতর্ক উৎসবে খুলনা বিভাগের ১০টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসমেত জেরিন।
অনুষ্ঠানের পূর্বে বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল ডিবেটিং ফেডারেশনের উদ্দ্যোগে ক্যাম্পাসে র‌্যালি বের করে। 19

 

ইবিতে ৩৯ দিনের ছুটি

তবিবুর রহমান আকাশ, ইবি প্রতিনিধি-
গ্রীস্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৯ দিন ছুটি থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী শনিবার থেকে এ ছুটি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২ মে হতে ২৭ মে পর্যন্ত গ্রীস্মকালীন ছুটি উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড বন্ধ থাকবে । আগামী ২৮ মে হতে ১৯ জুন পর্যন্ত যথারীতি অফিসসমূহ চলবে। এছাড়াও পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০ জুন হতে ৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। তবে গ্রীস্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০ মে হতে ৩ জুলাই পর্যন্ত ৩৯ দিন ক্লাসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৩৪ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক সকাল ৯টায় থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ক্যাম্পাস চলবে।
রমজানে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস চলবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।