ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:টানটান উত্তেজনাকর এক ফাইনাল ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মত আইপিএল শিরোপা জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি মীমাংসা হয়েছে শেষ বলে।
লো স্কোরিং উত্তেজনার কমতি ছিলা না কখনোই। কখনো এদিকে, আবার কখনো ওদিকে হেলে পড়েছে ম্যাচ। শেষ দুই ওভারে স্টিভেন স্মিথের ক্যাপ্টেন্স নকে পুনে যখন প্রথম শিরোপা ছোয়ার স্বপ্ন দেখছিল, তখনই মিচেল জনসনের জোড়া আঘাত ম্যাচে ফিরেছে মুম্বাই। জনসনের শেষ ওভারে ১১ রান দরকার ছিল পুনের, ক্রিজে তখনও ৫১ রানে অপরাজিত স্মিথ। প্রথম বলে বাউন্ডারি হাকিয়ে দ্বিতীয় বলে আউট মনোজ তিওয়ারি। পরের বলে ছক্কা মারতে গিয়ে আউট স্মিথ। এখানেই ম্যাচে ফিরে আসে শচীনের উত্তরসুরীরা। শেষ বলে জয়ের জন্য চার রান দরকার ছিলো পুনোর। তিন রান নিতে গিয়ে আউট হয়েছেন পুনের । রানটি পুর্ণ হলে ম্যাচ টাই হতো। সব মিলে শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে পুনে করতে পেরেছে ১০ রান। মুম্বাই জিতেছ ১ রানে।
এর আগে টস জিতে ব্যাট করে মুম্বাইর সংগ্রহ ছিলো ৮ উইকেটে ১২৯ রান। ক্রুনাল পান্ডে সর্বোচ্চ ৪৭ রান করেন। পুনের পক্ষে স্মিথের হাফ সেঞ্চুরি ছাড়াও আজিঙ্কা রাহানে ৪৪ রান করেন। অন্য ব্যাটস্যানরা সবাই ছিলেন ব্যর্থ। মুম্বাইর অসি পেসার মিচেল জনসন ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন।