বিস্ফোরণে হৃদয় ভেঙেছে গায়িকা গ্র্যান্ডের

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ব্রিটেনের ম্যানচেস্টার শহরের কনসার্টে বিস্ফোরণে গায়িকা আরিয়ানা গ্র্যান্ড অক্ষত থাকলেও মারা গেছেন ১৯ জন। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫০ জন।

স্থানীয় সময় সোমবার রাতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গায়িকা গ্র্যান্ড।

হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩ বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যায় টিনেজ মেয়েরা ছিল।

এক টুইট বার্তায় গ্র্যান্ড লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি।’

চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত আরিয়ানা গ্র্যান্ডের ইউরোপ ট্যুরের মাঝামাঝি সময়ে এসে এই হামলার ঘটনা ঘটলো। বার্মিংহাম এবং ডাবলিনে এর আগে তিনি পারফর্ম করেছেন।

বুধবার এবং বৃহস্পতিবার তার লন্ডনের ওটু এরিনাতে গান গাওয়ার কথা রয়েছে।

এদিকে ঘটনার পর প্রধানমন্ত্রী টেরেসা মে তার নির্বাচনী প্রচারণার সব কার্যক্রম স্থগিত করেছেন। এই হামলার প্রেক্ষাপটে সরকারের জরুরি কোবরা কমিটির সঙ্গে এক বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।

মে বলেছেন ‘ম্যানচেস্টারে হামলার ঘটনাটা কীভাবে ঘটলো সেই বৃত্তান্ত জানার চেষ্টা করা হচ্ছে। হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে আমরা আছি।’

এছাড়া লেবার পার্টির নেতা জেরেমি করবিন এক টুইট বার্তায় বলেছেন, ম্যানচেস্টারের ঘটনা একটা ভয়াবহ ঘটনা।

তিনি এই বিস্ফোরণে আক্রান্তদের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং যারা সেখানে জরুরি সহায়তা দিচ্ছেন তাদের প্রশংসা করেছেন।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।