ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইপিএলের আদলে এবার আফগানিস্তান আয়োজন করতে যাচ্ছে টি-২০ ক্রিকেট লিগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে তার নিলামও। যেখানে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল খান। নিলামে তামিমের দাম উঠেছে ২১ লাখ আফগান মুদ্রা। বাংলাদেশের টাকার হিসেবে যে অঙ্কটা দাঁড়াবে ২৪ লাখ টাকায়।
এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তানের এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগের তিনটি আসর। তবে সেগুলোতে বিদেশি খেলোয়াড় সেভাবে ছিল না বললেই চলে। পাকিস্তান ও জিম্বাবুয়ের হাতে গোনা কিছু খেলোয়াড় গিয়েছিলেন সেই লিগ খেলতে। তবে ২০১৭ সালে প্রতিযোগিতাটি আরেকটু জাঁকজমকের মধ্যেই করতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এরই মধ্যে তারা অনুমোদন পেয়ে গেছে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর অনুমোদন। তামিম ছাড়াও আফগানিস্তানের এই টি-টোয়েন্টি লিগের নিলামে নাম উঠেছে সাব্বির রহমান ও ইমরুল কায়েসের।
আগামী ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত কাবুলে অনুষ্ঠিত হবে এই টি-২০ লিগ। তবে বাংলাদেশের ক্রিকেটাররা শেষ পর্যন্ত সেখানে খেলতে যাবেন কি না, তা এখনো নিশ্চিত না।
Check Also
আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …