ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :মিসরে কপ্টিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২৪ জন।
বিবিসির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার মধ্য মিসররে মিনিয়া প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। কপ্টিক খ্রিস্টানদের বহনকারী বাসটি একটি গির্জার উদ্দেশে যাওয়ার পথে বন্দুকধারীরা তাতে এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
গত কয়েক মাসে মিশরে কপটিক খ্রিস্টানদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
এর আগে ৯ এপ্রিল তান্তা ও আলেকজান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়।