কালিয়াকৈরে প্রায় দু’শ বছরের পুরনো রৌপ্য ও তা¤্র মুদ্রা উদ্ধার ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈরের মাটি খননের সময় প্রায় দু’শ বছরের পুরোনো বৃটিশ শাসনামলের ১৬০টি রৌপ্য ও তা¤্র মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।17
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিমুলতলী পালপাড়া এলাকার গোপাল চন্দ্র পালের ছেলে দীপংকর পালের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল শ্রমিকরা। খননের সময় মাটির প্রায় সাড়ে ৩ফুট গভীরে একটি মাটির পাত্রে ১৫৯টি রৌপ্য ও ১টি তা¤্র মুদ্রার সন্ধান পায় শ্রমিকরা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় এক ভরি। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। মুদ্র্রাগুলোর গায়ে ১৮১৮, ১৮৮৮, ১৯০৬, ১৯০৮, ১৯১০ ও ১৯১৫ সাল উল্লেখ রয়েছে। ব্রিটিশ শাসনামলের এসব মুদ্রার এক পাশে One Rupee India লেখা রয়েছে। মুদ্রাগুলোর মধ্যে কিছু মুদ্রার অপর পাশে ছবিসহ  Victoria Empress  এবং অবশিষ্টগুলোতে George King Empereor লেখা রয়েছে। পুলিশ মুদ্রাগুলোকে গুপ্তধন হিসেবে উল্লেখ করেছে। 16মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রতœতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।