দেশ আজ সন্ত্রাস ও ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত : আ স ম রব

ক্রাইমবার্তা রিপোট:জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব বলেছেন, ‘যে চেতনা নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি, সেই চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল চেতনা হলেও দেশে এখন সেই গণতন্ত্রই নেই। যে কারণে মানুষ মূল্যবোধও হারিয়ে ফেলছে। দেশের সর্বত্র সন্ত্রাসী কর্মকা- চলছে। পিয়নের চাকরি নিতে ঘুষ নেওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা করে। সর্বোপরি দেশ আজ সন্ত্রাস ও ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত।’

ফাইল ছবিফাইল ছবি

 

গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জাতীয় যুব পরিষদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘৬০ বছরের রাজনৈতিক জীবনে এমপি, মন্ত্রী ও বিরোধী দলীয় নেতা হয়েছি; কিন্তু কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে বিনা ভোটের এমপিরা কমিশন বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। রামগতি ও কমলনগরের ইউপি নির্বাচনে এমনও হয়েছে চেয়ারম্যান-মেম্বার বানিয়ে দেওয়ার কথা বলে সকল প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাই সময় এসেছে এসব প্রতিহত করার। গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনৈতিক দল ও সমাজ শক্তিসমূহকে নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার মাধ্যমেই এসব প্রতিহত করা সম্ভব।’

আ স ম আবদুর রব আরও বলেন, ‘আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে পার্লামেন্টে উচ্চকক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে।’

এ সময় তিনি তার ক্ষমতাকালের রামগতি ও কমলনগরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকা-ের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি সম্প্রতি টানা বর্ষণে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের নিকট দাবি জানান।

উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল। উপজেলা যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক শিব্বির মাহমুদ দেওয়ানের সঞ্চালনয়া এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডি’র সহসভাপতি তানিয়া রব, উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও কেন্দ্রীয় জাতীয় যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুনিরুল ইসলাম মিঠু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জেএসডি’র সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার, হারুনুর রশিদ ডিলার, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরব, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবুর রহমান স্বপন, রামগতি উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, জেএসডি নেতা ইউছুফ আলী মিঠু, উপজেলা যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক এহসান রিয়াজ ও আবুল বাছেত খোকন প্রমুখ।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।