নীলফামারীতে এবার পবিত্র রমজানে ৩৪৬৩টি মসজিদে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে

ক্রাইমবার্তা রিপোট:মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥পবিত্র মাহে রমজানে নীলফামারী জেলায় ৩ হাজার ৪৬৩টি মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে সব মসজিদে একই নিয়ম অনুসারে তারাবির নামাজ পড়ানোর নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।11
সংশ্লিষ্ট দফতর মতে, জেলার ৩৪৬৩টি মসজিদের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ৮৩৩টি, জলঢাকা উপজেলায় ৬৭৬টি, সৈয়দপুর উপজেলায় ৩৭০টি, ডোমার উপজেলায় ৪৭৫টি, কিশোরগঞ্জ উপজেলায় ৫৫৩টি ও ডিমলা উপজেলায় ৫৫৬টি মসজিদ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী কার্যালয়ের উপ-পরিচালক(ডিডি) এরফান আলী জানান, পহেলা রমজান থেকে ৬ রমজান পর্যন্ত দেড় পাড়া করে ৯ পাড়া এবং ১০ রমজান থেকে ২৬ রমজান (২৭ তারাবিতে) পর্যন্ত ১ পারা করে বাকি ২১পাড়া তেলওয়াত করে পবিত্র কুরআন শরিফ খতম করবেন হাফেজগণ।
জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জানান, প্রতিদিন হয়তো একজন মুসল্লি একই মসজিদে তারাবির নামাজ নাও আদায় করতে পারেন। কোন কাজে হয়তোবা অন্য জায়গার একটি মসজিদে তারাবির নামাজ পড়তে হবে তাকে, সেক্ষেত্রে সেখানে নামাজ আদায় করলেও পবিত্র কুরআন শরিফের প্রতিদিনের অংশটি শুনতে পারবেন তিনি।
ডোমারে নব-নির্মিত স্টেডিয়াম পরিদর্শনে যুগ্ন সচিব

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥নীলফামারীর ডোমারে নব-নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শনে যুগ্ন সচিব। শুক্রবার(২৬শে মে) দুপুরে ডোমার উপজেলা পরিষদ মাঠে নব-নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মান কাজের পরিদর্শন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক নারায়ন চন্দ্র দেবনাথ। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা, সাধারণ সম্পাদক সফিয়ার রহমান রতন, সদস্য ডেইজী নাসনীন মাশরাফি নীনা, অধ্যক্ষ মেহেদী হাসান মুক্তি, হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াবুল আলম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ৪০লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ভবনটি ঢাকার জেএস এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে বলে যানাযায়।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।